প্রথম পর্বের পর
যাক অবশেষে আমাদের অপেক্ষার অবশান হলো, রাত্রী ১১:৪৫ মিনিট নাগাদ বাবাকে অপারেশন থিয়েটার থেকে বার করলো। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন ? তিনি বললেন চিন্তার কিছু নেই অপারেশন সাকসেসফুল। বাবার মাথায় কোনো ব্যান্ডেজ করা ছিল না তাই আমরা দেখলাম বাবার বাঁ চোখের উপর দিকটা একদম ছোটো ছোটো করে সেলাই করা আছে, বোঝাই যাচ্ছে না যে অতো ভয়ঙ্কর ভাবে ফেটেছিল। ডাক্তার বাবু আমাদের বললেন, "চিন্তা করবেন না আপনার বাবা এখন ঠিক আছেন, আমি কিছু ওষধ ও মলম লিখে দিচ্ছি সময়মতো লাগান ও খাওয়ান ঠিক হয়ে যাবেন। বাড়ী নিয়ে চলে যান, এক সপ্তাহ পর আনবেন একবার, সেলাই টা কাটতে হবে"। The English Translation is given below.........
ডাক্তারবাবু চলে যেতে যেতে বলে গেলেন, "আপনার বাবাকে বাড়ী নিয়ে যাবার আগে ইমার্জেন্সিতে গিয়ে একবার প্রেসার টা চেক করে নিয়ে যান, আমার মনে হচ্ছে আপনার বাবার প্রেসার টা ঠিক নেই"। ভাই এর বন্ধু বললো, "রাত্রী ১২টা বেজে গেছে এখন বাড়ী চলো, কালকে কোনো ডাক্তার বাবুকে বাড়িতে ডেকে প্রেসার টা চেক করিয়ে নেবে", আমি ও ভাই বললাম ডাক্তার বাবু যখন বললেন তখন একবার ইমার্জেন্সিতে প্রেসার টা চেক করিয়ে নিই। আর আমাদের সঙ্গে এম্বুলেন্স আছে তাই প্রেসার চেক করাতে যদি আধ ঘন্টা দেরী ও হয় কিছু অসুবিধা হবে না, এতো রাত্রী বেলা ইমার্জেন্সিতে বেশী ভীড়ও থাকবে না। তাই ডাক্তার বাবু যখন বলেছেন তখন সময় লাগলেও প্রেসার চেক করিয়েই বাড়ি যাবো।
বাবাকে এম্বুলেন্সে তুলে আমরা প্লাষ্টিক সার্জারি ডিপার্টমেন্ট থেকে ইমার্জেন্সিতে প্রেসার চেক করাতে গেলাম। যাক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফাঁকাই ছিলো। ডাক্তার বাবু বাবার প্রেসার চেক করে খুব অবাক হয়ে গেলেন। বাবার প্রেসার ছিল ৬০/১৮০। একদম এবনরমাল প্রেসার। ডাক্তার বাবু সব শুনে বললেন এখনি আপনার বাবাকে কার্ডিওলজি ডিপার্টমেন্টে নিয়ে যান ECG করতে হবে।
কার্ডিওলজি ডিপার্টমেন্টে ECG রিপোর্ট দেখে ডাক্তার বাবু বললেন রিপোর্ট খুবই খারাফ, "এখনই আপনার বাবাকে দোতলায় নিয়ে যান ECO করতে হবে", ডাক্তার বাবু বাবার হার্ট এর ECO করলেন এবং বললেন "আপনার বাবার হার্ট এর অবস্থা খুবই খারাফ, আগেও বন্ধ হয়ে গিয়েছিলো কিন্তু ভগবানের কৃপায় আবার চালু হয়ে গেছে, ওনার বুকে পেসমেকার বসাতে হবে। টেম্পুরারি পেসমেকার টি এখনই বসাতে হবে, আমরা কালকের সকালের অপেক্ষা করতে পারবো না। কারণ হসপিটালে এসে যদি আপনার বাবার কিছু হয়ে যায়, আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না"।
ডাক্তার বাবু আরো বললেন "আপনার বাবার জন্য ২৬ নাম্বার বেডটা এলোটমেন্ট করা হচ্ছে, বাবাকে বেডে নিয়ে গিয়ে সব জিনিস পত্র রেখে পাঁচ মিনিটের মধ্যে অপারেশন থিয়েটারে নিয়ে আসুন, এখনই টেম্পুরারি পেসমেকার টি বসানো হবে, আর আপনার বাবাকে ২৪ ঘন্টা অবজারভেশনে রাখা হবে। যদি সব ঠিক ঠাক থাকে তাহলে কালকে পারমানেন্ট পেসমেকার টি বসিয়া দেওয়া হবে"।
সকাল বেলা কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার বাবু (যাঁর আন্ডারে বাবা ভর্তি ছিলেন) বাবার বেডের সামনে এলেন এবং আমাকে বললেন "কিরে বাবাকে তো একদম মেরে এনেছিস"। আমি বললাম "স্যার আমরা যানতামই না যে বাবার হার্ট এর এতো বড়ো সমস্যা আছে, বাবার বুকে আগে কোনো দিন ব্যাথা হয়নি বা বুক ধড়পড়ও করেনি। যে ডাক্তার বাবু বাবার ব্লাড সুগার এর চিকিৎসা করতেন তিনিও কোনো দিন বলেন নি"।
কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তারবাবু আমাকে তাঁর চেম্বারে ডাকলেন এবং বললেন "তোকে দেখে মনে হচ্ছে তোর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তুই পাশের ঘরে যা, একজন ম্যাডাম বসে আছেন তাকে বল যে আমি বলেছি একটি এপ্লিকেশন করতে যে তোর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তুই এপ্লিকেশন টা তৈরী করে ১০ মিনিট এর মধ্যে নিয়ে আয় আমি সই করে দিচ্ছি, তোর চিকিৎসার কোনো খরচ লাগবে না, এমন কি পেসমেকার এর জন্য ও কোনো খরচ করতে হবে না"।
সেই দিন অর্থাৎ ৬ই সেপ্টেম্বর ২০১৯ রাত্রী বেলা বাবার পার্মানেন্ট পেসমেকার টি বসে গেল। 10 দিন পর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলো। বাড়িতে এসে বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। বর্তমানেও বাবা একদম সুস্থ সবল ভাবে জীবনযাপন করছেন।
প্রথমে বাবার কপালটা ভয়ঙ্কর ভাবে ফাটতে আমরা ভেবে ছিলাম আমাদের খুব বড়ো ক্ষতি হয়ে গেলো কিন্তু কপালটা না ফাটলে জানতেই পারতাম না যে বাবার হার্ট এ অতবড় সমস্যা ছিল। চিন্তা করুন কলকাতার যে SSKM (PG) হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হবার জন্য বা অপারেশন করানোর জন্য মাসের পর মাস লাইন দিতে হয় বা কত বড়ো বড়ো লোকের সুপারিশ লাগে, বাবা তারাকনাথের কৃপায় আমার বাবার ক্ষেত্রে এসব কিছুই লাগলো না।
অবশ্য আমার বড়ো কোনো সুপারিশ ছিলোও না। আমার সবথেকে বড়ো সুপারিশ হলেন বাবা তারকনাথ। কোনো ঘটনা দেখে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে আমাদের বড়ো ক্ষতি হয়ে গেলো কিন্তু ভগবান আমাদের জন্য যা করেছেন তা আমাদের মঙ্গলের জন্য, যা করছেন তা আমাদের মঙ্গলের জন্য, আর ভবিষ্যতে যা করবেন সেটাও আমাদের মঙ্গলের জন্যই হবে। তাই ভগবানের উপর বিশ্বাস কোনোদিন হারাবেন না, পরিস্থিতি যাই হোক, তিনিই আমাদের সঠিক পথ দেখাবেন। জয় প্রভু তারকনাথ সকলের মঙ্গল কোরো।
********************************************************************
ENGLISH TRANSLATION :
After the first Part :
At last, at 11:45 pm, my father was taken out of the operating theater. I asked the doctor how is the father? He says there is nothing to worry about. Operation Successful. There was no bandage on father's head, so we saw father's left eye was sewn up in a very small way, not to mention that it was burst so badly. Doctor told us, "Don't worry, your father is fine now. I am prescribing some medicine and ointment. Apply and feed on time. He will be fine. Take him home, bring him after one week, the sewing will be cut."
The doctor said as he left, "Before you take your father home, go to the emergency department and check the blood pressure once. I don't think your father's blood pressure is right." My brother's friend said, "It's 12 o'clock at night, now let's go home. Tomorrow you will call a doctor at home and get his blood pressure checked." Me and my brother told him that we have an ambulance with us so if it is half an hour late to check the blood pressure and there will be no problem, there will not be much crowd in the emergency department at night. So when Doctor says, even if it takes time, We will go home after checking the blood pressure.
Father was taken to the ambulance and we went to the emergency department for check the blood pressure. Doctor checked father's blood pressure and he was very surprised. Father's pressure was 60/180, abnormal pressure. After hearing all this, Doctor said that now you have to take your father to the cardiology department for ECG.
After seeing the ECG report in the cardiology department, Doctor said that the report was very bad, "Now you have to take your father to the second floor to do ECO", Doctor did ECO of my father's heart and said, "He's got a pacemaker on his chest. His's got a temporary pacemaker right now. We can't wait for tomorrow morning. Because if something happens to your father at the hospital, we can't forgive ourselves."
Doctor further said, "Bed number 26 is being allotted for your father. Take your father to bed and leave all your belongings and bring him to the operating theater in five minutes. Now the temporary pacemaker will be installed and your father will be kept under observation for 24 hours. If all goes well." If he is OK, he will be given a permanent pacemaker tomorrow. "
In the morning, the chief doctor of the cardiology department,(under whom my father was admitted) came to my father's bed and said to me, "your father's heart condition is not very good." I said, "Sir, we did not know that my father had such a big heart problem. My father never had any pain or palpitations in his chest before. The doctor who used to treat my father's blood sugar, never said anything."
The head doctor of the cardiology department called me to his chamber and said "You look like your financial situation is not very good, you are in the next room, tell a lady sitting there that I told you to make an application that your financial condition is not very good, you within 10 minutes of creating the application, I will sign it. There will be no cost for your treatment, not even for the pacemaker"
On that day, that is, on the night of September 6, 2019, my father's permanent pacemaker was placing. Father was released from the hospital after 10 days. After coming home, my father gradually recovered. Even now my father is living a healthy and strong life.
At first we thought it was a terrible loss for father to break his forehead in a terrible way, but if the forehead had not fractured, we would not have known that father had a big heart problem. We had no big recommendations or sources to admit my father to the SSKM (PG) Hospital in Kolkata.
Of course I didn't have any big recommendations. My biggest recommendation is Baba Taraknath. At first glance, we may think that we have suffered a great loss, but what God had done for us was for our good, what He is doing is for our good, and what He will do in the future will be for our good. So never lose faith in God, whatever the situation, He will show us the right way. Joy Prabhu Taraknath, do good for all.